বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০০৯

খোকসায় বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন হাবিবুল বাশার



বৃহষ্পতিবার কুষ্টিয়ার খোকসা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোসাইটি অফ গ্রীণ বাংলা কোয়ালিশন এর উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের এক হাজার গাছের চারা রোপন করা হয়েছে। সকালে শতবর্ষী সেনগ্রাম উচ্চ বিদ্যালয়, সেনগ্রাম আলীম মাদ্রাসা, সেনগ্রাম প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর বীর বিক্রম খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, কন্ঠগজরা প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির আহবায়ক সামসুল মোমেন পলাশ, জেলা কো-অর্ডিনেটর ওবায়দুল মাসুদ, পরিবেশ কর্মী এ্যাডঃ উম্মে ছালমা, সদস্য গাজী আল আমিন, মতিউর রহমান, আল মামুন কাওছার, মাদ্রাসা অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মোঃ আবুল কাশেম, রুমানা সুলতানা প্রমুখ। বৃক্ষ রোপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় হাবিবুল বাশার সুমন বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত গাছের চারা রোপন করা। তিনি এ সময় বলেন, রোপনের পাশাপাশি চারার যতœ নিতে হবে। কেননা একমাত্র গাছই পারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতে। সংস্থার আহবায়ক জানান, দি মিলিয়ন চাইল্ড ফরেস্ট ক্যাম্পেইন এর অংশ হিসেবে ২০১১ সালের মধ্যে সারা দেশে ১০ লক্ষ শিশুকে নিয়ে ১০ লক্ষ গাছের চারা রোপন করা হবে।
খোকসা প্রেসক্লাবে হাবিবুল বাশার
বৃহষ্পতিবার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন খোকসা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সহ-সম্পাদক মনিরুল ইসলাম, প্রথম আলোর কুমারখালি প্রতিনিধি দীপু মালিক, লায়ন নাছিম উদ্দিন স্বপন, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু, সাংবাদিক ফারুক আহমেদ, মাহবুবুর রহমান ফরিদ প্রমূখ। পরে প্রেসক্লাব চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

কোন মন্তব্য নেই: