রবিবার, ২ আগস্ট, ২০০৯

মিরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জনযুদ্ধের আঞ্চলিক নেতা জাহাঙ্গীর সঙ্গীসহ নিহত, ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার



কুষ্টিয়া, ২ আগস্ট ২০০৯
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিল আমলা গ্রামের ক্যানেলের ধারে আজ রোববার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে নিষিদ্ধ গোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা জাহাঙ্গীর হোসেন ও তার সঙ্গী ইয়ারুল হক। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বিদেশী পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি ও দু’টি ধারালো অস্ত্র। kushtianews.blogspot.com
পুলিশ জানায়, শনিবার বিকেলে ওই এলাকায় টিপু নামে এক যুবলীগ কর্মী সন্ত্রাসীদের হাতে খুন হয়। রাতে দৌলতপুর ও মিরপুর থানা এবং কুষ্টিয়া ডিবি পুলিশের যৌথ টিম হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিল আমলা গ্রামের ক্যানেলের ধারে একটি মরিচ ক্ষেতে ২০/২৫ জনের চরমপন্থী গ্র“প গোপন বৈঠক করছে। পুলিশের ওই দলটি সেখানে অভিযানে গেলে চরমপন্থী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাহাঙ্গীর ও ইয়ারুল। নিহতদের বাড়ি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকায়। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও কুষ্টিয়ার দৌলতপুর থানার ৫টি হত্যাসহ একডজন মামলা রয়েছে তার নামে। ইয়ারুলের বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কোন মন্তব্য নেই: