শুক্রবার, ২৮ আগস্ট, ২০০৯

গণবাহিনীর লাল ছাড়াও পেল!

কুষ্টিয়ায় মাথা কাটা আতঙ্কের মুল নায়ক জাসদ গণবাহিনীর ওবায়দুল ওরফে লাল ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতারের মাত্র ২৪ ঘন্টার মাথায় ছাড়াও পেয়েছে। খবর বিভিন্ন সূত্রের। আগের দিন বুধবার তার গ্রেফতারের সংবাদ পাওয়া যায়। জানা গেছে, গত ২৬ আগষ্ট ভারতীয় সময় রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এসটিএফ কোলকাতা’র হেফাজতে রাখা হয়। সে সময় তার কাছে পাওয়া যায় ১টি আগ্নেয়াস্ত্র এবং মোবাইল ফোন। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ওবায়দুল ছাড়া পেয়েছেন এমন খবর পাওয়া গেছে। এ খবরের সত্যতা নিশ্চিত হতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভারতীয় টিভি চ্যানেল ইটিভি বাংলা’র প্রতিনিধি রাজশ্রী রায়’র সাথে যোগাযোগ করা হলে তিনি ওবায়দুলের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, শুধু ওবায়দুল নয় তার সাথে আরো দুজনকে আটক করেছিল সে দেশের পুলিশ। ওদিকে কলকাতার সাংস্কৃতিক খবরের সম্পাদক কাজল চক্রবর্তী এমন খবর শুনেননি বলে জানান। তিনি বলেন, এরকম প্রায়ই গুজব রটে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ভারতে গ্রেফতার হয়েছে। পুলিশের নিকট খবর নিতে গেলে তার সত্যতা মেলে না। তিনি বলেছেন আন্তর্জাতিক রাজনীতির কারনেও পুলিশ অনেক সময় গ্রেফতার করলেও অস্বীকার করে থাকেন। তবে বাংলাদেশের কোন সরকারি সূত্র লাল’র গ্রেফতার বা ছাড়া পাবার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সবাই বলছেন শুনেছি।

কোন মন্তব্য নেই: