সোমবার, ৩ আগস্ট, ২০০৯

পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে শনিবার সকাল ৬টা থেকে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় একযোগে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট রোববার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী ও মাগুরা জেলা পরিহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছিল। এর ফলে দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম ভোগান্তির মধ্যে পড়েছিল হাজার হাজার যাত্রী। রোববার দুপুরে এ নিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে তার কার্যালয়ে ওই ছয় জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে পুলিশের পক্ষে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় প্রশাসন মহাসড়কে নসিমন করিমনসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবেনা এইমর্মে প্রতিশ্র“তি দিলে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এর পর বিকেল ৫টা থেকেই স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

কোন মন্তব্য নেই: