শুক্রবার, ২৮ আগস্ট, ২০০৯

গুজব : মুকুল নিহত

গণমুক্তিফৌজের প্রধান কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ চরমপন্থি নেতা মুকুল ভারতে নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে শুক্রবার সকাল থেকেই। দিনভর এ আলোচনা ছিল কুষ্টিয়া অঞ্চলে মানুষের মুখে মুখে। প্রথমে শোনা যায়, ভারতে গ্রেফতার হওয়া গণবাহিনী নেতা ওবাইদুল ওরফে লাল ছাড়া পেয়ে উত্তর চব্বিশ পরগোনার বনগায়ে মুকুলকে গুলি করে হত্যা করেছে। এরপর শোনা যায় কলকাতার নিকটে বাগুই হাটি এলাকায় মুকুলকে গুলি করে প্রতিপক্ষরা। পরে তাকে পুলিশ গ্রেফতার করেছে। দিনভর এসব আলোচনায় মুখর ছিল কুষ্টিয়ার আবাল বৃদ্ধ বনিতা। এসব খবরের সত্যতা যাচাই করতে সাংবাদিকদের মোবাইল সচল হয়ে ওঠে। প্রশাসনের কর্তাব্যাক্তি থেকে শুরু করে ভারতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন তারা। পুলিশ কর্তারা বলেন, আমরাও শুনেছি। কলকাতার সাংবাদিকদের নিকট যোগায়োগ করেও এ খবরের সত্যতা মেলেনি। তারা জানান, বাগুইহাটি এলাকায় এক বাংলাদেশীকে (পাসপোর্টে নাম কে এম আলম) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাল রঙের একটি মারুতি কারে করে তিনজন সন্ত্রাসী এসে গুলি করে কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তিনি মুকুল কিনা তা নিশ্চিত করতে পারেনি সেখানকার পুলিশ।
শেষ পর্যন্ত খবরের সত্যতা মেলে মুকুলের ফোনে। কুষ্টিয়ার দু’জন সাংবাদিককে ফোন করে মুকুল নিজেই তার বেচে থাকার কথা জানালে সব জল্পনার অবসান ঘটে। কেউ উদ্দ্যেশ্যমূলকভাবে তার মৃত্যুর খবর প্রচার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুদিন আগে গণবাহিনীর লালের গ্রেফতার ও ছাড়া পাবার এমনি গুজব রটে। এছাড়াও প্রতিদিনই কুষ্টিয়ায় গুজব রটে ওই ওমুক স্থানে লাশ পড়ে আছে, রটে ওই স্থানে ক্রসফায়ার হয়েছে। কুষ্টিয়া যেন রীতিমতো গুজবের শহরে পরিণত হয়েছে।

কোন মন্তব্য নেই: