কুষ্টিয়া, ০৫ আগষ্ট ২০০৯
শ্রাবনের শেষে এসে অবশেষে অঝর ধারার বৃষ্টির দেখা মিলেছে কুষ্টিয়ায়। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ায় শুরু হয় মুসলধারে বৃষ্টিপাত। প্রচন্ড বেগের এ বৃষ্টিপাত চলে একঘন্টা। বহু প্রত্যাশিত অঝর ধারার এ বৃষ্টিপাত অনেক দেরীতে হলেও এতে কৃষকরা উপকৃত হয়েছে। বৃষ্টিপাতে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোডে ৬ ইঞ্চি উচ্চতায় পানি জমে যায়। অন্যান্য অনেক রাস্তা গলিপথে জমে যায় হাটুসমান পানি। সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল কলেজ ও পৌরবাজারে পানিতে থৈ থৈ অবস্থা সৃষ্টি হয়। শহরের অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। সকাল সাড়ে আটটায় বৃষ্টির বেগ কিছুটা কমে আসলেও এখনো তা অব্যাহত রয়েছে। টানা এ বৃষ্টিপাতে অচল হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। কেউ সহজে বাড়ি থেকে বের হচ্ছেনা। বন্ধ রয়েছে অধিকাংশ বিপনী বিতান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন