বুধবার, ৫ আগস্ট, ২০০৯

কুষ্টিয়ায় অঝর ধারার বৃষ্টিপাত, সব সড়ক পানির নীচে



কুষ্টিয়া, ০৫ আগষ্ট ২০০৯
শ্রাবনের শেষে এসে অবশেষে অঝর ধারার বৃষ্টির দেখা মিলেছে কুষ্টিয়ায়। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ায় শুরু হয় মুসলধারে বৃষ্টিপাত। প্রচন্ড বেগের এ বৃষ্টিপাত চলে একঘন্টা। বহু প্রত্যাশিত অঝর ধারার এ বৃষ্টিপাত অনেক দেরীতে হলেও এতে কৃষকরা উপকৃত হয়েছে। বৃষ্টিপাতে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোডে ৬ ইঞ্চি উচ্চতায় পানি জমে যায়। অন্যান্য অনেক রাস্তা গলিপথে জমে যায় হাটুসমান পানি। সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল কলেজ ও পৌরবাজারে পানিতে থৈ থৈ অবস্থা সৃষ্টি হয়। শহরের অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। সকাল সাড়ে আটটায় বৃষ্টির বেগ কিছুটা কমে আসলেও এখনো তা অব্যাহত রয়েছে। টানা এ বৃষ্টিপাতে অচল হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। কেউ সহজে বাড়ি থেকে বের হচ্ছেনা। বন্ধ রয়েছে অধিকাংশ বিপনী বিতান।

কোন মন্তব্য নেই: