শনিবার, ২২ আগস্ট, ২০০৯

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নাহারুল নিহত


কুষ্টিয়া, ২২ আগষ্ট ২০০৯
সন্ত্রাসীরা ১টি গুলি করলে পুলিশের ৫০টি গুলি করতে বাধা কোথায়-কুষ্টিয়ায় আইজিপির এ ঘোষনার একদিন পরই এ্যকশনে নেমেছে সেখানকার পুলিশ। দৌলতপুর উপজেলার জগন্নাথপুর মাঠে আজ শনিবার ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি এমএল-জনযুদ্ধ’র আঞ্চলিক নেতা নাহারুল ইসলাম (৩৭) নিহত হয়েছে। পুলিশ জানায়, একদল চরমপন্থি গতরাতে জগন্নাথপুর মাঠে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে চরমপন্থিরা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও গুলি শুরু করে। পুলিশের বক্তব্য, এ বন্দুকযুদ্ধ চলে আধাঘন্টা। এরপর চরমপন্থিরা পিছু হটলে পুলিশ সেখান থেকে নাহারুলের গুলিবিদ্ধ লাশ ও একটি এলজি, দু’টি তরবারী ও তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার হয়।
পুলিশ বলছে, নাহারুলের বিরুদ্ধে ৬টি হত্যামামলা রয়েছে। সে ওই এলাকার ত্রাস ছিল।

কোন মন্তব্য নেই: