শনিবার, ২৯ আগস্ট, ২০০৯

কুষ্টিয়ায় পুলিশ-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গণবাহিনীর কমান্ডার বাউল মেম্বার নিহত


কুষ্টিয়া, ২৯ আগষ্ট ২০০৯
কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাবের যৌথ টহল দলের সাথে বন্দুকযুদ্ধের সময় গণবাহিনীর শীর্ষ কমান্ডার বাউল জোয়ার্দ্দার ওরফে বাউল মেম্বার নিহত হয়েছে। আজ শনিবার ভোর ৪টার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বামনগ্রাম সংলগ্ন বিলের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কুষ্টিয়া পুলিশের এএসপি (হেডকোয়ার্টার) আলমগীর হোসেন জানান, পুলিশ ও র‌্যাবের একটি যৌথদল টহল দেবার সময় ভোর ৪টার দিকে বামনগ্রাম বিলের নিকটে কিছু লোকজন জড়ো হয়ে আলাপ করতে দেখে গাড়ী দাড় করায়। এসময় গাড়ীর আলো দেখে ছাত্রভঙ্গ হয়ে ওই লোকগুলো দৌড়ে পালানো শুরু করে। পুলিশ ও র‌্যাব ধাওয়া করলে তারা অবস্থান নিয়ে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ-র‌্যাব পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। কিছুক্ষন বন্দুকযুদ্ধ চলার পর ওই বন্দুকধারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পুলিশ এসময় সেখান থেকে বাউল মেম্বারের গুলিবিদ্ধ লাশ ও নয় রাউন্ড গুলিসহ একটি দেশী তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ আরো জানায়, নিহত বাউল ঝাউদিয়া, মনোহরদিয়া ও উজানগ্রাম এলাকার ত্রাস ছিলো। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ডাকাতি ও অপহরনের ৬টি মামলা রয়েছে। সে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

কোন মন্তব্য নেই: