মঙ্গলবার, ১১ আগস্ট, ২০০৯

কুষ্টিয়ায় তিন যুক্ত হত্যার ব্যাপারে মামলা দায়ের

তিনজনকে জবাই করে হত্যার পর মাথা ও দেহ পৃথক করে রাখার ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত কাইউম শকাতির ভাই আব্দুল হাই বাদী হয়ে সোমবার রাতেই ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৩। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মতিয়ার রহমান বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষেই বোঝা যাবে কি কারনে কারা এ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে। পৃথক স্থান থেকে উদ্ধার করে আনা মাথা ও দেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একত্রিত করে ময়না তদন্ত শেষে সোমবার সন্ধায় লাশ নিয়ে যায় নিহতের আত্মীয় স্বজনেরা। নিজ নিজ গ্রামে নিয়ে এদের দাফন করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ অফিসের প্রধান ফটকের দুই গজ ভেতর থেকে তিনটি ছিন্ন মস্তক উদ্ধার করে পুলিশ। পলিথিনে মুড়িয়ে একটি বাজার করা ব্যাগে করে মাথা তিনটি সেখানে এনে রাখা হয়। পরে সেখান থেকে ১৭ কিলোমিটার দুরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রাম সংলগ্ন মাঠে পাওয়া যায় ওই তিনজনের খন্ডিত দেহের সন্ধান। এ নির্মমতার শিকার নিহত তিনজন হলো-সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বরইটুপি গ্রামের সবেদ আলীর ছেলে আইয়ুব আলী (৪০), একই ইউনিয়নের বংশীতলা গ্রামের গোলাম রহমানের ছেলে শামসুজ্জামান জোহা(৪২) ও জিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আকবর আলী শকাতির ছেলে কাইয়ুম শকাতি(৪১)।

কোন মন্তব্য নেই: