সোমবার, ৩ আগস্ট, ২০০৯

কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ সহ ২ প্রভাষকের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাদের হুসাইন চৌধুরীর বিরুদ্ধে আরেক ছাত্র মামলা দায়ের করেছেন। রবিবার কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা ওই মামলায় অধ্যক্ষ ছাড়াও পদার্থ বিজ্ঞানের প্রভাষক লাল মহম্মদ ও গণিত বিভাগের প্রভাষক আবুল কালাম সাজ্জাদকে আসামী করা হয়েছে। মামলার বাদী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শামীম রানা। তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি দৈনিক পত্রিকার রিপোর্টার। মামলার আরজীতে তিনি উল্লেখ করেন, আসামী ওই দুই শিক্ষকের সহায়তায় ও ছাত্র নেতাদের মধ্যস্থতায় অধ্যক্ষ গত টাকার বিনিময়ে চলতি সেসনে অনার্স শ্রেনীতে ছাত্র ভর্তি করেন। এ নিয়ে বাদী তার পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এরই জের ধরে গত ২১ এপ্রিল অধ্যক্ষ তার নিজ কার্যালয়ে শামীম রানাকে ডেকে নিয়ে যায়। অধ্যক্ষের নির্দেশে প্রভাষক লাল মহম্মদ ও আবুল কালাম সাজ্জাদ তাকে বেধড়ক মারধর করে। পাশাপাশি তারা তার ছাত্রত্ব বাতিলের হুমকি দেয়। এব্যাপারে শামীম রানা সেদিন কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন সরকারী দপ্তরে তার ছাত্রত্ব রক্ষার্থে সহযোগিতা চেয়ে আবেদন করে। রাষ্ট্রপতির দপ্তর থেকে শিক্ষা মন্ত্রনালয়ের সচিবকে প্রয়োজনীর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এরপর অধ্যক্ষসহ দুই প্রভাষক ওই ছাত্রকে নানা ভাবে হুমকি প্রদান করতে থাকে। মামলার বাদী শামীম রানা জানিয়েছে, হুমকির প্রেক্ষিতে জীবন রক্ষার্থে সে মামলা করতে বাধ্য হয়। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে শিক্ষা মন্ত্রনালয় বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করেছে। মামলা নং-১৬৭/২০০৯ ধারা-৩২৩/৫০৬/৫০০।
এর আগে মেরিট লিষ্টে উপরের দিকে নাম থাকার পরও অনার্সে ভর্তি হতে না পারা দুই ছাত্র ভর্তি কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন।

কোন মন্তব্য নেই: