শনিবার, ৮ আগস্ট, ২০০৯

দৌলতপুর সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

অবৈধ অনুপ্রবেশ চোরাচালান প্রতিরোধ সহ সীমান্ত এলাকার পরিবেশ সাভাবিক রাখতে শুক্রবার বেলা ১১ টায় দৌলতপুর সীমান্তে বিডিআর-বিএসএফর মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হয়েছে। প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫৩-২ (এস) পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রাগপুর বিডিআর কোম্পানির অধিনায়ক সুবেদার ইউছুফ আলী এবং ভারতের পক্ষে নেতৃত্ব নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর শ্রী পি কে পান্ডে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশীদের দেখা মাত্রই গুলি না করার নির্দেশ তার কাটার বেড়া নির্মান সহ বিভিন্ন বিষয় নিয়ে শান্তিপূর্ণ আলোচনা হয়। পতাকা বৈঠক চলা কালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

কোন মন্তব্য নেই: