কুষ্টিয়ার পোড়দহ এলাকার তেঘড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে আব্দুল হান্নান মন্ডল (৫০) নামের এক কৃষক ফালাবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। খবর ই-বার্তার। পুলিশ জানায়, সোমবার ইফতারের পরপর গরুতে ক্ষেত খাবার মতো তুচ্ছ ঘটনা নিয়ে ওই গ্রামের বিবদমান মন্ডল ও বিশ্বাস গ্র“পের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। বিশ্বাস গ্রুপের হাসানের গরু মন্ডল গ্রুপের একজনের জমির ক্ষেত খেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত তিনজনকে মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর ফালাবিদ্ধ হান্নান মন্ডল মারা যায়। আহত বাকী দুজন চিকিৎসাধীন আছেন।
সোমবার, ২৪ আগস্ট, ২০০৯
কুষ্টিয়ার পোড়াদহে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত দুই
কুষ্টিয়ার পোড়দহ এলাকার তেঘড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে আব্দুল হান্নান মন্ডল (৫০) নামের এক কৃষক ফালাবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। খবর ই-বার্তার। পুলিশ জানায়, সোমবার ইফতারের পরপর গরুতে ক্ষেত খাবার মতো তুচ্ছ ঘটনা নিয়ে ওই গ্রামের বিবদমান মন্ডল ও বিশ্বাস গ্র“পের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। বিশ্বাস গ্রুপের হাসানের গরু মন্ডল গ্রুপের একজনের জমির ক্ষেত খেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত তিনজনকে মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর ফালাবিদ্ধ হান্নান মন্ডল মারা যায়। আহত বাকী দুজন চিকিৎসাধীন আছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন